রামপালের বিদ্যুৎ কেন্দ্র ২০১৮ সালে চালু হবে। শনিবার কোলকাতায় বাংলাদেশ ভারত ফেদ্ধন্ডশিপ কোম্পানি লিমিটেড এর বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। বোর্ড সভায় বিদ্যুৎ কেন্দ্রর অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০১৮ সালেই এই কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন হবে বলে আশা করা হয়।
বোর্ড সভায় কোম্পানির চেয়ারম্যান ও বাংলাদেশ বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও এনটিপিসির চেয়ারম্যান অরুপ রায় চৌধুরীসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমান অংশীদারের ভিত্তিতে ভারতের এনটিপিসি ও বাংলাদেশের পিডিবি যৌথভাবে এই কোম্পানি গঠন করে। কোম্পানি রামপালে এক হাজার ৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে। ৬৬০ মেগাওয়াট করে দুটি ইউনিট স্থাপন করা হবে। এতে প্রায় দেড় বিলিয়ন ডলার বিনিয়োগ হবে।