রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে ২০ আগস্ট অবস্থান কর্মসূচি

সুন্দরবন রক্ষায় রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে আগামী ২০ আগস্ট দেশব্যপী অবস্থান কর্মসূচির ঘোষণা করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি।
গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ কর্মসুচির ঘোষণা দেন কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ।
তিনি বলেন, বিদ্যুৎকেন্দ্রের বিকল্প আছে। সুন্দরবনের বিকল্প নেই। তাই রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রক্রিয়া বন্ধ করতে হবে। তা না হলে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে। সুন্দরবন রক্ষায় অবস্থান কর্মসূচিতে সবাইকে যোগ দেয়ার আহবান জানান তিনি। সমাবেশশেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
সমাবেশ থেকে যেসব কর্মসুচি ঘোষণা করা হয়, সেগুলো হলো-২০ আগস্ট দেশব্যপী অবস্থান কর্মসুচি। ঢাকায় ওইদিন সকাল ১০টায় শহীদ মিনারের সামনে অবস্থান করবেন কমিটির সদস্যরা। এছাড়া আগস্ট মাসজুড়ে উপকূল এলাকাসহ সারাদেশে বিক্ষোভ কর্মসুচি পালন করা হবে।