মানিকগঞ্জে বিক্ষোভ মিছিলে পুলিশের গুলি, কাল হরতাল

মানিকগঞ্জে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে তিতাস গ্যাসের মানিকগঞ্জ কার্যালয় ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এসময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি বর্ষণ ও লাঠিচার্জ করে পুলিশ। এতে প্রায় ২০ জন আহত হয়েছেন। এর প্রতিবাদে বুধবার অর্ধদিবস হরতাল আহবান করেছে স্থানীয় নাগরিক ফোরাম।
মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে পৌর মেয়র রমজান আলীর নেতৃত্বে গ্যাসের দাবিতে আন্দোলনরত জনগণ তিতাস গ্যাসের মানিকগঞ্জ কার্যালয় ঘেরাওয়ের উদ্দেশে মিছিল নিয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পুলিশ বাধা দেয়। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও গুলি করে। পুলিশের লাঠিচার্জে ২০ জন আহত হয়।
শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বাধা, বিনা উস্কানিতে লাঠিচার্জ ও গুলিতে ২০ জন আহত হওয়ার প্রতিবাদে বুধবার অর্ধদিবস হরতাল পালনের কর্মসূচি পালনের ঘোষণা দেনপৌর মেয়র রমজান আলী।