বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে কুয়েতের রাষ্ট্রদূত আদেল মোহাম্মদ এ এইচ হায়াত রোববার সচিবালয়ে তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করেন।
কুয়েত পেট্রোরিয়াম করপোরেশন (কেপিসি) থেকে মেয়াদী চুক্তির আওতায় পরিশোধিত জ্বালানি তেল, সংশ্লিষ্ট প্রিমিয়াম, সরবরাহ সূচী ও মূল্য , পেট্রোকেমিক্যাল ইন্ডাষ্ট্রি স্থাপন নিয়ে এ সময় আলোচনা করা হয়।
প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভ্রাতৃপ্রতিম দুই মুসলিম দেশ পরস্পরকে সহযোগিতা করলে সকলেরই উপকার হবে। দ্রুত অর্থনৈতিক বিকাশ ঘটবে। কেপিসি থেকে তেল আমদানির বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন। বিপিসি ও কেপিসি যৌথভাবে দরকষাকষির মাধ্যমে পরবর্তী কার্যক্রম শুরু করা হবে। এ সময় তিনি বলেন, কুয়েতের সাথে পেট্রোকেমিক্যাল ইন্ডাষ্ট্রি স্থাপনসহ নানা বিষয়ে একযোগে কাজ করার সুযোগ রয়েছে।