বিজ্ঞানী খালেকের পরিবেশ বান্ধব ‘কাইনেম্যাটিক ইঞ্জিন’ আবিষ্কার
পরিবেশ বান্ধব কাইনেম্যাটিক ইঞ্জিন আবিষ্কার করেছেন বিজ্ঞানী ড. আবদুল খালেক। কোনো ধরনের জীবাশ্ম জ্বালানি ও তাপশক্তি ব্যবহার ছাড়াই এ ইঞ্জিন কাজ করবে। সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ইঞ্জিনের বিস্তারিত তুলে ধরেন বিজ্ঞানী ড. খালেক।
তিনি জানান, ‘কাইনেম্যাটিক ইঞ্জিন অতাপীয় একটি কৌশল ন্ত্র, যা কোনরকম তাপশক্তি ব্যবহার না করে যান্ত্রিক গতিশক্তি দিয়ে যান্ত্রিক শক্তি প্রবাহ তৈরি করে গতিরোধ শক্তি বা বাধা অতিত্রক্রম করে। ইঞ্জিন উদ্যমী বা প্রয়োগকৃত বলকে বহুগুণ বৃদ্ধি করে যান্ত্রিক ক্ষমতা প্রবাহ তৈরির মাধ্যমে যান্ত্রিক সুবিধা উৎপন্ন করে।
এই আবিষ্কারের ব্যবহারিক সুবিধা সম্পর্কে ড. খালেক বলেন, এই ইঞ্জিনটি কোনপ্রকার বাড়তি জ্বালানি সরবরাহ ছাড়াই চাহিদা অনুযায়ি বিদ্যুৎ সরবরাহ করতে পারে। এই ইঞ্জিনটি কোনরকম পরিবেশ দূষণ করবেনা। তিনি বলেন, যেসব দেশ তীব্র জ্বালানী সঙ্কট বা বিদ্যুৎ-ঘাটতিতে ভুগছে তারা এই আবিষ্কারটি ব্যবহার করে সুফল পেতে পারে।
১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত বিজ্ঞানী ড. খালেক কাজ করেন ‘কাইনেম্যাটিক ইঞ্জিন’-এর ওপর। তিনি এই নতুন ধরণের ইঞ্জিনের বিভিন্ন ক্যাটাগরির ওপর পেয়েছেন চারটি পেটেন্ট।
ঢাকা বিশ^বিদ্যালয়ে প্রাণরসায়ন-এ পড়ালেখা শেষ করে তিনি লণ্ডন বিশ^বিদ্যালয় থেকে ১৯৭৪ এ পিএইচডি করেন ‘ইমিউনোএনজাইমোলজি’ এর ওপর। এরপর তিনি শিক্ষকতা করেন যুক্তরাজ্যের রয়েল হলওয়ে কলেজে।