‘প্রতিবেশী প্রথম’ নীতি: বাংলাদেশে কয়লা রপ্তানি করতে চায় ভারত
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে কয়লা রপ্তানি করার উদ্যোগ নিয়েছে ভারত। ‘প্রতিবেশী প্রথম’ নীতির আলোকে এই সিদ্ধান্ত নিচ্ছে তারা।
সম্প্রতি রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুধু অভ্যন্তরীণ বাজারে কয়লা সরবরাহ করতো ভারতের সরকারি সংস্থা কোল ইন্ডিয়া। এখন রপ্তানির জন্য খসড়া নীতিমালা করেছে। নীতি অনুমোদনের জন্য ভারতের কয়লা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। সেখানে বাংলাদেশের পাশাপাশি নেপাল ও ভুটানেও কয়লা রপ্তানির পরিকল্পনার কথা বলা হয়েছে।
রয়টার্স জানিয়েছে, কয়লা রপ্তানির জন্য বাংলাদেশ, নেপাল ও ভুটানের সরকারি কর্মকর্তা ও শিল্প উদ্যোক্তাদের সাথে ইতিমধ্যে আলোচনা শুরু করেছে কোল ইন্ডিয়া।
এই তিন দেশে বছরে এক কোটি ৭০ লাখ টন কয়লার চাহিদা আছে।
কোল ইন্ডিয়ার চেয়ারম্যান প্রমোদ আগারওয়াল রয়টার্সকে বলেছেন, মজুদের সংকট না থাকলে আর অনুমোদন পেলে চলতি অর্থবছরই (আগামী মার্চে শেষ হচ্ছে) রপ্তানি শুরুর ইচ্ছে ছিল। কিন্তু আপাতত দেশের বাজারকেই অগ্রাধিকার দিতে হচ্ছে।
কয়লা মন্ত্রণালযয়ে পাঠানো খসড়া নীতিমালায় বলা হয়েছে, ভারতে বিদ্যুতের বাইরে অন্য খাতে যে দামে কয়লা বেচা হয়, সেই দামে প্রতিবেশীদের কাছে রপ্তানি করতে চায়।
ভারত নিজেদের বাজারে বিদ্যুতের বাইরে অন্য খাতে তুলনামূলক বেশি দামে কয়লা বিক্রি করে। অবশ্য ইন্দোনেশিয়া ও দক্ষিণ আফ্রিকার তুলনায় তা কম। তবে ভারতীয় কয়লা ঐ দুই দেশের তুলনায় নিম্নমানের হিসেবে বিবেচনা করা হয়।
ভারতে কয়লার ৮০ শতাংশই উৎপাদন করে কোল ইন্ডিয়া। ২০২৪ সালের মধ্যে তারা উৎপাদন একশ’ কোটি টনে নিয়ে যেতে চায়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কোল ইন্ডিয়া তাদের বার্ষিক উৎপাদনের ৩ শতাংশ রপ্তানিতে আগ্রহী। এজন্য প্রতিবেশী দেশের সাথে দীর্ঘমেয়াদী চুক্তি করতে চায়।
দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে ভারত ‘প্রতিবেশী প্রথম’ নীতি নিয়েছে বলে রয়টার্স জানিয়েছে।
কয়লা উত্তোলন ও পরিশোধনে বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানি কোল ইন্ডিয়া লিমিটেড।
রয়টার্স জানিয়েছে, এর মধ্য দিয়ে কোল ইন্ডিয়ার আয়ের খাত বাড়বে। পাশাপাশি প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে কর্মকর্তারা মনে করছেন।
এর আগে অস্থায়ী ভিত্তিতে কোল ইন্ডিয়া অল্প পরিমাণ কয়লা প্রতিবেশী দেশের কাছে রপ্তানি করেছে।
ভারতে উৎপাদিত বিদ্যুতের তিন-চতুর্থাংশ আসে কয়লা থেকে। সম্প্রতি কয়লা সংকটের কারণে উত্তরের অনেক রাজ্যে দিনে ১৪ ঘণ্টাও বিদ্যুৎহীন কাটাতে হয়েছে।
কয়লা রপ্তানিতে শীর্ষে থাকা ইন্দোনেশিয়া রপ্তানির ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে। পাশাপাশি ইউক্রেন নিয়ে উত্তেজনায় রাশিয়া ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারে বলে যে শঙ্কা তৈরি হয়েছে, সে কারণেও আন্তর্জাতিক বাজারে কয়লার দাম বেড়েছে।
কয়লা উৎপাদন, ব্যবহার ও আমদানিতে বিশ্বে দ্বিতীয় অবস্থানে ভারত।
ভারতে গত কিছু দিনে স্থানীয়ভাবে কয়লা সরবরাহে উন্নতি হলেও পুরোপুরি উৎপাদনে আছে অর্ধেক প্রতিষ্ঠান।
আগারওয়াল রয়টার্সকে জানিয়েছেন বলেন, অক্টোবরের আগে ভারতে কয়লা সংকট পুরোপুরি মিটবে না।