পৃথিবীর মতো বাসযোগ্য গ্রহ আবিষ্কার

গবেষকরা পৃথিবী সদৃশ একটি ‘বাসযোগ্য’ গ্রহ আবিষ্কার করেছেন। এটি পথিবী থেকে ১৬ আলোকবর্ষ দূরে। যে কয়েকটি পৃথিবীসদৃশ গ্রহ এ যাবত্ আবিষ্কার হয়েছে তার মধ্যে এটি অন্যতম। গবেষকদের একটি আন্তর্জাতিক টিমের আবিষ্কৃত এই গ্রহটির নাম দেয়া হয়েছে ‘জিজে ৮৩২ সি’। এটি তার সূর্যকে প্রতি ১৬ দিনে একবার প্রদক্ষিন করে। এর ভর পৃথিবীর ভরের প্রায় পাঁচ গুণ। খবর পিটিআইয়ের।

পৃথিবী যে পরিমাণ সৌরশক্তি অর্জন করে প্রায় একই পরিমাণ শক্তি এই গ্রহও অর্জন করে। আমাদের পৃথিবীর সাথে এর তাপমাত্রার সাদৃশ আছে বলে ধারণা করা হচ্ছে। ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস স্কুল অব ফিজিক্স এর গবেষকরা এই আবিষ্কারের ঘোষণা দিয়েছেন। গবেষক দলের প্রধান ড. রবার্ট উইটেনমায়ার বলেছেন, গ্রহটির প্রাপ্ত বৈশিষ্ট্য থেকে মনে হচ্ছে এতে প্রাণ ধারণ করা সম্ভব হতেও পারে। তবে আরেকজন গবেষক বলেছেন, গ্রহটির ভর অনেক বেশি হওয়ায় এর বায়ুমন্ডলও ভারি হতে পারে। ভারি বায়ুমন্ডল থাকার অর্থ এতে বেশি মাত্রায় তাপ আটকে থাকা। ফলে প্রাণ ধারণ কঠিন হতে পারে।