পিডিবির নতুন চেয়ারম্যান শাহীনুল ইসলাম খান

প্রকৌশলী মো. শাহীনুল ইসলাম খান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) নতুন চেয়ারম্যান হয়েছেন।বৃহস্পতিবার তিনি এ পদে যোগ দেন। তিনি পিডিবির সদস্য (উৎপাদন) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মো. আবদুহু রুহুল্লাহ এর মেয়াদ শেষ হওয়ায় তাকে নতুন দায়িত্ব দেয়া হয়েছে।
শাহীনুল ইসলাম খান ১৯৭৯ সালের ২ জুলাই সহকারী প্রকৌশলী হিসেবে পিডিবি’র নির্মাণ বিভাগ, সিলেটে যোগ দেন। এরপর পর্যায়ত্রক্রমে উপ-বিভাগীয় প্রকৌশলী হিসেবে ১৮ শহর বিদ্যুৎ বিতরণ নির্মাণ বিভাগ-৬ ময়মনসিংহ, সিস্টেম লস রিডাকশন স্টীম বিভাগ, ঢাকা, নির্বাহী প্রকৌশলী আশুগঞ্জ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র, কেন্দ্রীয় সরঞ্জাম মেরামত কারখানা, ডিজেল জেনারেশন ঢাকা এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে চট্টমেট্রো (পূর্ব) এর দায়িত্ব পালন করেন। প্রধান প্রকৌশলী হিসেবে তিনি বিতরণ অঞ্চল সিলেট ও চট্টগ্রামে দায়িত্ব পালন করেন। এছাড়া সিটি কর্পোরেশনে রাস্টয় সৌর বাতি প্রকল্পের দায়িত্বে ছিলেন। তিনি ১৯৭৯ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ কৌশলে স্নাতক ডিগ্রী অর্জন করেন।