নেপালের কাটলো জ্বালানি সংকট

নেপালের জ্বালানি সংকটের অবসান হলো অবশেষে। কয়েক মাসব্যাপী চলা এই জ্বালানি সংকট নেপালের জনগণকে খুবই কষ্ট দিয়েছে। এক স্থানের জ্বালানি বন্ধ রেখে অন্য স্থানে জ্বালানি সরবরাহ করতে হয়েছে এতদিন।

মঙ্গলবার থেকে নেপালে পুরো মাত্রায় জালানি সরবরাহ করা হয়। নেপালের ৭০ শতাংশ জ্বালানি ভারত থেকে যেত। কিন্তু সেখানকার ভারতীয় মাধেসীদের আন্দোলনের কারণে নেপালে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায়।

প্রসঙ্গত, নেপালে নতুন সংবিধানে মাধেসীদের অধিকার খর্ব হয়েছে বলে সংবিধান বিরোধী আন্দোলন চলতে থাকে। আন্দোলনের কারণে এতদিন ভারত-নেপাল সীমান্ত দিয়ে জ্বালানি ভর্তি ট্রাক নেপালে প্রবেশ করতে পারেনি। দীর্ঘ চার মাস এরকম অবস্থা বজায় থাকলে নেপালে চরম জ্বালানি সংকট দেখা দেয়। এতে দেশটির প্রধানমন্ত্রী কেপি ওলি ভারত সফর শুরু করেন। কেপি ওলি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনায় বসেন। এবং সব ধরনের মতভেদ দূর করেন। আর এতেই খুলে যায় বন্ধ হয়ে থাকা সব দুয়ার।