ডেসকোর নতুন ভবনের উদ্বোধন

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানী লিমিটেডের (ডেসকো)  আগারগাঁও বিক্রয় ও বিতরণ বিভাগের নিজস্ব নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে।

রোববার এই কাজের উদ্বোধন করেন ডেসকো’র ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শাহিদ সারওয়ার, পিএসসি, এনডিসি (অব.)।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক (সংগ্রহ) প্রকৌশলী এ.কে.এম. মোস্তফা কামাল, নির্বাহী পরিচালক (অর্থ ও হিসাব) মো. রফি উদ্দিন, নির্বাহী পরিচালক (অপারেশন) প্রকৌশলী নূর মহম্মদ, নির্বাহী পরিচালক (প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, নির্বাহী পরিচালক (প্রকৌশল) প্রকৌশলী জগদীশ চন্দ্র মণ্ডলসহ উর্ধ্বতন কর্মকর্তা।

desco md
অনুষ্ঠান পরিচালনা করেন আগারগাঁও নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরন) প্রকৌশরী মো. নাসির উদ্দিন মিঞা।
আগারগাঁও বিক্রয় ও বিতরণ বিভাগের অধীনে প্রায় ৪৫ হাজার গ্রাহক আছে। যাদেরকে এক অবস্থান থেকে প্রতিনিয়ত সেবা দেয়া হয়।
আগারগাঁও বিক্রয় ও বিতরণ বিভাগের ভৌগলিক এলাকার মধ্যে রয়েছে কল্যানপুর, পীরেরবাগ, পাইকপাড়া, দারুস সালাম, শ্যামলী, শেওড়াপাড়া এলাকার একাংশ। এতদিন এ বিভাগের কার্যক্রম ভাড়া করা প্রবীন হাসপাতাল ভবন থেকে পরিচালিত হতো। গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে এলাকার মাঝামাঝি অবস্থানে (ব্লক-ডি, প্রশাসনিক এলাকার উত্তর-পশ্চিম কর্নার, সংগীত কলেজের পশ্চিম পার্শ্বে, আগারগাঁও, শেরে-ই-বাংলা-নগর, ঢাকা) ডেসকো’র নিজস্ব ভবন নির্মান করে সেখান থেকে কার্যক্রম চালানো হবে।