ডিজেল ও কেরোসিনের দাম আবার কমল

নিজস্ব প্রতিবেদক:

ডিজেল ও কেরোসিনের দাম আবার কমানো হয়েছে।প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৮ টাকা ২৫ পয়সা থেকে ২ টাকা ২৫ পয়সা কমিয়ে ১০৬ টাকা করা হয়েছে।

অকটেন ও পেট্রোলের দাম কমানো হয়নি। আগের মতই যাথাক্রমে লিটারপ্রতি ১২৬টাকা ও ১২২ টাকাই আছে ।

আগামীকাল ১লা এপ্রিল থেকে নতুন দাম কার্যকর হবে।

রোববার জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে এবিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

২৯শে ফেব্রুয়ারি জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি ঘোষণা করা হয়। এ প্রক্রিয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমলে দেশে কমবে আবার বাড়লে দেশের বাজারেও বাড়বে। এ স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রথম জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয় ৭ই মার্চ। তখন ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৭৫ পয়সা, অকটেনে ৪ এবং পেট্রোলের ৩ টাকা কমানো হয়।

এক মাসের মধ্যে দু’দফায় ডিজেলের দাম লিটারপ্রতি ৩ টাকা কমানো হলো।

গণপরিবহনে ভাড়া কমানোর পরামর্শ বিশেষজ্ঞদের।