জাতীয় বিদ্যুৎ গ্রিড থেকে বিচ্ছিন্ন জেপোরোজিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্র

ইবি ডেস্ক:
ইউক্রেনের জাতীয় গ্রিড থেকে জেপোরোজিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন গেছে বলে জানিয়েছে দেশটির পরমাণু সংস্থা। বোমা হামলার স্ফলিঙ্গের কারণে বিদ্যুৎকেন্দ্রর সংযোগ বিচ্ছিন্ন হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।
জেপোরোজিয়া ইউরোপের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। এই প্রথম ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেল বিদ্যুৎ কেন্দ্রটি। জেপোরোজিয়ার কাছে হামলায় সৃষ্ট অগ্নিস্ফলিঙ্গের কারণে বিদুৎ কেন্দ্রটির দুটি সক্রিয় ইউনিটের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
তবে ওই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে তেজষ্ক্রিয়তার মাত্রা এখনও স্বাভাবিক আছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
এই বিদ্যুৎকেন্দ্রর পাশে রাশিয়া-ইউক্রেন সেনাদের তুমুল লড়াই চলছে।
গত মার্চ মাস থেকে রাশিয়া ওই বিদ্যুৎ কেন্দ্রটির দখল নিলেও ইউক্রেনের কর্মীরাই পরিচালনা করে।
ইউক্রেনের মোট বিদ্যুতের পাঁচ ভাগের এক ভাগ বিদ্যুৎ আসতো এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে। জাতীয় গ্রিড থেকে এটি বিচ্ছিন্ন হওয়ায় ইউক্রেনের জন্য কঠিন চ্যালেঞ্জ হবে।