জাতীয় গ্রিডে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ করলো সামিট

জাতীয় গ্রিডে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ করলো সামিট গ্রুপ। রোববার জিই কোম্পানির সঙ্গে যৌথভাবে স্থাপিত ‘সামিট বিবিয়ানা-২ পাওয়ার কোম্পানি লিমিটেড’ আনুষ্ঠানিকভাবে জাতীয় গ্রিডে এই বিদ্যুৎ সরবরাহ শুরু করে।
বিদ্যুৎ কেন্দ্রটি হবিগঞ্জে অবস্থিত। বিবিয়ানা ক্ষেত্রর গ্যাস দিয়ে এই কেন্দ্র চলবে। আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে এখান থেকে আরও ১৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।
কেন্দ্রটি নির্মাণে খরচ হয়েছে ৩১ কোটি মার্কিন ডলার। বিশ্বব্যাংক, এডিবি এবং আইডিবি’র ঋণে এই কেন্দ্র স্থাপন করা হয়েছে।
সামিট বর্তমানে বাংলাদেশে এক হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। যা দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ১২ শতাংশ। বাংলাদেশের বিদ্যুৎ খাতে এর বিনিয়োগ ১২০ কোটি ডলার।
বিবিয়ানা কেন্দ্র স্থাপনের জন্য ২০১১ সালের ১২ই মে পিডিবির সাথে চুক্তি করে সামিট।
power.summitbibiyana2..