জলবায়ু অর্থায়নে ঋণ নয়, চাই ক্ষতিপূরণ: টিআইবি

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে উন্নত দেশের প্রতিশ্রুত অর্থ ঋণ হিসেবে নয় ক্ষতিপূরণ হিসেবে দেয়ার দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

একই সঙ্গে সরকার গঠিত ট্রাস্টফান্ডে অর্থায়ন কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। সংস্থাটি জনিয়েছে ২০০৯-১০ অর্থবছর থেকে এ পর্যন্ত ৩১শ` কোটি টাকা বরাদ্দ হলেও গত অর্থবছরে তা ১০০ কোটিতে দাঁড়িয়েছে।

আজ বুধবার সকালে রাজধানীর ধানমন্ডির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এসব কথা বলেন।

কপ-২২ মারাকেশ সম্মেল পরবর্তী জলবায়ু অর্থায়ন : চাই উন্নত দেশের প্রতিশ্রতি ক্ষতিপূরণ, অভিযোজন তহবিলে বাংলাদেশের অভিগম্যতা ও তা ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা বিষয়ে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

বৈশ্বিকভাবে সর্বাধিক গ্রিনহাউজ গ্যাস নিঃসরণকারী যুক্তরাষ্ট্রসহ ১০৯টির অধিক দেশ প্যারিস চুক্তি অনুমোদন করলেও সম্প্রতি যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে বিশ্বব্যাপী এ বিষয়ে সংশয় দেখা দিয়েছে বলেও জানায় সংস্থাটি।

সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিআইবি জলবায়ু অর্থায়নে সুশাসন বিষয়ক প্রতিনিধি এম জাকির হোসেন খান।