চীনের একটি কয়লা খনিতে বিস্ফোরণ

চীনের একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মাটির নীচে অন্তত ২৯ জন শ্রমিক আটকা পড়েছে।

মঙ্গলবার সকালে পূর্ব চীনের আনহু প্রদেশের হুনান শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। এর পরই সরকারি উদ্ধারকর্মীরা সেখানে উদ্ধার কাজ শুরু করেন।

চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশনের বরাত দিয়ে গণমাধ্যম জানায়, কয়লা খনিটি বেসরকারিভাবে পরিচালিত হতো। দুর্ঘটনার পর ৩০ জন উদ্ধারকর্মী সেখানে কাজ করছেন।

গত জুনে সরকার এ খনি বন্ধের নির্দেশ দিয়েছিলো। তবে সরকারি নির্দেশ অমান্য করে কয়লা উত্তোলনের কাজ চালিয়ে যাচ্ছিলো খনি কর্তৃপক্ষ।

সারা দুনিয়ায় সবচেয়ে বেশি খনি দুর্ঘটনা ঘটে চীনে। – See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/316235.html#sthash.gsMLaJrd.dpuf