কোষ প্রতিস্থাপনে বড় সাফল্য

কোষ প্রতিস্থাপন নিয়ে আরও একটি বড় সাফল্য এসেছে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিসৌরির গবেষকরা জিনগত পরিবর্তনের মাধ্যমে জন্ম দেওয়া নতুন ধরনের শূকরের দেহে মানুষের স্টেম সেল সফলভাবে প্রতিস্থাপন করেছেন। মানুষের এই কোষ শূকরের দেহে আরও সমৃদ্ধ হয়েছে। এতে ধারণা করা হচ্ছে, স্টেম সেল থেরাপির গবেষণায় বড় সাফল্য আসবে। মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যাওয়াসহ জটিল রোগের চিকিৎসা ভবিষ্যতে অনেক সহজ হবে।
মানুষের স্টেম সেল অন্য প্রাণীর দেহে প্রতিস্থাপনের পর সাধারণত সেই প্রাণী স্টেম সেল প্রত্যাখ্যান করে। এ কারণে গবেষণা এগিয়ে নেওয়াই কঠিন। ইউনিভার্সিটি অব মিসৌরির গবেষকরা শূকরের দেহে জিনগত পরিবর্তন ঘটিয়ে একে মানুষের স্টেম সেল (যেসব কোষ বিভাজিত হয়ে দৈহিক বৃদ্ধি ঘটায়) গ্রহণ করার উপযোগী করে তুলেছেন। মিসৌরি বিশ্ববিদ্যালয়ের গবেষক অধ্যাপক র‌্যানডাল প্র্যাথার বলেন, গবেষণায় এই সাফল্য আসায় সেল থেরাপিতে এগিয়ে যাওয়া অনেক সহজ হবে। ইঁদুরসহ যেসব প্রাণী নিয়ে সাধারণত এ ধরনের গবেষণা চালানো হয় সেগুলোর তুলনায় শূকর আকৃতির দিক থেকে মানুষের কাছাকাছি। এ কারণে আশা করা যায়, কোষ প্রতিস্থাপনের মাধ্যমে ভবিষ্যতে মানুষের জটিল রোগের চিকিৎসা সহজ হবে। ডেইলি মেইল অনলাইন।