ওমেরা নিয়ে এল ইন্ডাস্ট্রিয়াল এলপিজি ও অটোগ্যাস

দেশের আবাসিক, শিল্প এবং পরিবহনখাতে এলপি গ্যাসের চাহিদা মেটাতে যাত্রা শুরু করেছে বাংলাদেশ এবং জাপানের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত ওমেরা গ্যাস ওয়ান লিমিটেড (ওজিএল)।

শনিবার রাজধানীর একটি হোটেলে এই ‍উদ্যোগের উদ্বোধন করেন জ্বালানি বিভাগের সচিব নাজিমউদ্দিন চৌধুরী।

ওমেরার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে বাংলাদেশে জাপানের মাসাতো ওয়াতানাবে এবং সাইসান কোম্পানি লিমিটেড প্রেসিডেন্ট ও সিইও তাকেহিকো কাওয়ামোতো, ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী, ওমেরা গ্যাস ওয়ান লিমিটেডের সিইও তোশিয়ুকি শিমবোরি এবং পরিচালক তানজিল চৌধুরী উপস্থিত ছিলেন।

এতে বলা হয়, ওমেরা গ্যাস ওয়ান লিমিটেডের সেবার মধ্যে থাকছে এলপিজি ইঞ্জিনিয়ারিং সলিউশন প্রদান, এলপিজি রেটিকুলেটেড অবকাঠামো নির্মাণ এবং অটোগ্যাস স্টেশন স্থাপনপূর্বক নিরবচ্ছিন্নভাবে এলপিজি সরবরাহ করা।

শিল্প ও আবাসিক খাতেও এলপিজি সরবরাহ করবে প্রতিষ্ঠানটি।

এলপিজি সেবাদাতা প্রতিষ্ঠান ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের (ওপিএল) মংলায় মদানি টার্মিনাল এবং মংলা, ঘোড়াশাল, বগুড়া ও মিরসরাইয়ে স্যাটেলাইট ফিলিং স্টেশন রয়েছে।

জাপানের অন্যতম প্রধান এলপিজি ডিস্ট্রিবিউটর সাইসান কোম্পানি লিমিটেডকে সঙ্গে নিয়ে যাত্রা শুরু করল ওমেরা ওয়ান।

১৯৪৫ সালে প্রতিষ্ঠিত সাইসান নিরাপদ প্রযুক্তি স্থানান্তরে দীর্ঘ অভিজ্ঞতার কারণে সফলভাবে মঙ্গোলিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া এবং অস্ট্রেলিয়াতে এর ব্যবসার সম্প্রসারণ ঘটিয়েছে।