এলএনজি সরবরাহে পাইপলাইন স্থাপনে ঋণ চুক্তি

তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে পাইপলাইন স্থাপনে পেট্রোবাংলার অধীনস্ত কোম্পানিগুলোর সঙ্গে ঋণচুক্তি সাক্ষর করেছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)।
সোমবার পেট্রোসেন্টারে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (টিজিটিডিসিএল), সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল), কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল), বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) এর সঙ্গে এই চুক্তি সাক্ষরিত হয়।
পাইপলাইন স্থাপনে ৪২ ইঞ্চি ব্যাসের ৮৩ কিলোমিটার দৈর্ঘ্যরে ‘মহেশখালী-আনোয়ারা গ্যাস সঞ্চালন সমান্তরাল পাইপলাইন নির্মাণ’ নামের প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এ প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩৩৩ কোটি ১৭ লাখ টাকা। ২০১৮ সালের ডিসেম্বরে প্রকল্পটি শেষ হওয়ার কথা রয়েছে।
চুক্তি অনুযায়ি, জিটিসিএলকে তিতাস গ্যাস ৫০০ কোটি টাকা, এসজিএফএল ৩০০ কোটি টাকা, কেজিডিসিএল ২৫০ কোটি টাকা, বিজিডিসিএল ১৮০ কোটি টাকা ঋণ দেবে। এছাড়া জিটিসিএলও এই প্রকল্প বাস্তবায়নে ১০৩ কোটি ১৭ লাখ টাকা ব্যয় করবে।