কমবে তেলের দাম, বাড়বে গ্যাস-বিদ্যুৎ

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে জ্বালানি তেলের দাম কমানো হবে। তবে একই সাথে গ্যাস ও বিদ্যুতের দাম সমন্বয় করা হবে।
আজ বুধবার সচিবালয়ে আন্তঃমন্ত্রনালয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, গড়ে ছয় থেকে ১০ টাকা লিটার প্রতি কমানো হতে পারে।
তিনি বলেন, এখন পেট্রোল আমদানি করা লাগে না। অকটেনও আর ভবিষ্যতে আনা হবে না। দেশের গ্যাস ক্ষেত্র থেকে উঠা কনডেনসেট থেকে পেট্রোল বানানো হচ্ছে। এই কনডেনসেট থেকে অকটেনও বানানো হবে।
জ্বালানির দাম কমলে বিদ্যুৎ উৎপাদন কমবে তবুও বিদ্যুতের দাম বাড়ানো হবে কেন জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, উৎপাদন খরচ কমবে কিন্তু সঞ্চালন ও সরবরাহ খরচ বাড়ছে। এজন্য গ্যাস ও বিদ্যুতের দাম সমন্বয় করা হবে। আবাসিক গ্যাসের ব্যবহার কমানো হবে। কিছু পরিবহনে গ্যাস ব্যববহার রাখা হবে। এছাড়া নীতিমালা অনুযায়ি গ্যাস ব্যবহার করা হবে।