ইরানে এখন তাপমাত্রা ৭৪ ডিগ্রি

ইরানের বর্তমান তাপমাত্রা ছুঁয়েছে ৭৪ ডিগ্রি সেলসিয়াস। মধ্যপ্রাচ্যের ভৌগলিক অবস্থানে তাপগম্বুজে পরিণত হয়েছে ইরান। অর্থাত্ চারিদিক থেকে তাপ বিকিরণ হয়ে ইরানে জমাট বেঁধেছে। ফলে চূড়ান্ত তাপপ্রবাহে দগ্ধ ইরানবাসী। অবস্থা এমন জায়গায় পৌঁছেছে যে, বৃহস্পতিবার থেকে ৩ দিনে সপ্তাহ হচ্ছে ইরানে। সরকার ঘোষণা করে দিয়েছে, সপ্তাহে ৪ দিন স্কুল, কলেজ, অফিস সব বন্ধ থাকবে। কাজের দিন ধার্য করা হয়েছে তিনদিন। অ্যাকিউ ওয়েদারের আবহাওয়াবিদ অ্যান্টনি সাগলিয়ানির কথায়, আমার দীর্ঘ পেশার জীবনে এত তাপমাত্রা দেখার অভিজ্ঞতা হয়নি। বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রা এটাই।
বৃহস্পতিবারই তাপমাত্রা ৭০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছিল। শুক্রবার তা আরও ৪ ডিগ্রি বেড়ে যায়। এত তাপমাত্রায় কাজ করছে না এসি মেশিনও। মধ্যপ্রাচ্যের তাপগম্বুজের প্রভাব পড়েছে প্রতিবেশী দেশ ইরাকেও। প্রচণ্ড গরমে সে দেশেও ৭ দিনের বদলে তিন দিনে সপ্তাহ ঘোষণা করেছে সরকার।