আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সাভারের আশুলিয়ায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ৩০০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে।

সোমবার দুপুরে আশুলিয়ার কবিরপুর বুড়িরটেক এলাকায় সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রকৌশলী ব্যবস্থাপনা (বিক্রয়) সিদ্দিকুর রহমানের নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়।

তিতাস কর্তৃপক্ষ জানায়, খবর পেয়ে দুপুরে ওই এলাকার মাটি খুঁড়ে প্রায় তিন হাজার ১০০ ফুট দুই ইঞ্চি লোহার পাইপ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া লোহার পাইপগুলো ছিল অত্যন্ত নিম্নমানের। এ থেকে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল বলেও জানান তিনি। তবে এই ঘটনায় কাউকে আটক বা জরিমানা করা হয়নি।
চল্লিশ জন শ্রমিকের একটি টিম অবৈধ গ্যাসসংযোগ বিছিন্নকরণে অংশ নেন। এ সময় প্রায় ১৩শ’ পরিবারের মাঝে দেওয়া অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়। অবৈধ গ্যাস সংযোগকারীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

gas line illegal - energybangla