আবারো বিদ্যুতের দাম বাড়ানোর ইঙ্গিত

বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের কাঁচামাল তেমনটা নেই। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। ভবিষ্যতে আমদানিনির্ভর কয়লা ও তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন হবে। বিদেশের বাজারে এসব সামগ্রীর মূল্য দিন দিন বাড়ছে। তাই সময় সময় বিদ্যুতের মূল্য সমন্বয় করতে হচ্ছে। বর্তমানে যে অবস্থা চলছে, তাতে বিদ্যুতের মূল্য সমন্বয় (বাড়ানো) ছাড়া উপায় থাকবে না।
বৃহস্পতিবার বরিশাল সার্কিট হাউসে গ্যাস, বিদ্যুৎ ও পেট্রোলিয়ামজাত পদার্থের ভোক্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান আব্দুর রব খান এসব কথা বলেন। তবে আগামী ২/৩ মাসে সেটি হচ্ছে না বলে জানিয়েছেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এআর খান আরো বলেন, বরিশালে মিল-কলকারখানা নেই। এখানে ভোলার গ্যাস আসলে বাড়ি ঘরে গ্যাস পুড়িয়ে সামান্য মজুদ শেষ করে ফেলবে। তবে শিল্পাঞ্চল করা হলে এখানে গ্যাসের সংযোগ দেয়া হবে। এর আগে তিনি সার্কিট হাউসে বিভাগীয় কমিশনার মো. গাউসের সভাপতিত্বে বিদ্যুৎ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান।